ক্যামেরার বিভিন্ন শট (Shot ) দেওয়ার নিয়ম

   ক্যামেরার বিভিন্ন শট (Shot ) দেওয়ার নিয়ম শট:   ক্যামেরার অন করার পর পুনরায় বন্ধ করার পূর্ব পর্যন্ত যতটুকু দৃশ্য ধারণ করে তাকে শট বলে। ক্ষ...

  

ক্যামেরার বিভিন্ন শট (Shot ) দেওয়ার নিয়ম

শট: 

ক্যামেরার অন করার পর পুনরায় বন্ধ করার পূর্ব পর্যন্ত যতটুকু দৃশ্য ধারণ করে তাকে শট বলে।

ক্ষুদ্র পরিসরে শট (Shot) কে ৩ ভাগে ভাগ করা যায়



১. ক্লোজ শট, Close Shot (CS)

 

ছবি: ক্লোজ শট, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি


কোন বস্তুর কাছ থেকে দৃশ্যগ্রহণকে ক্লোজ শট বলে। যেমন দৃশ্যবস্তু যদি মানুষ হয় তবে মাথা থেকে বুক বা কোমর পর্যন্ত গৃহীত শটকে ক্লোজ শট বলা হয়। ক্লোজ আপ শট যদি আরো খুব কাছে থেকে নেয়া যায় তবে তাকে বিগ ক্লোজ আপ বা এক্সট্রিম ক্লোজ আপ বলা হয়।

যেমন, মুখ, চোখের পানি, একটি আঙ্গুল, নাকের ঘাম ইত্যাদি। ক্লোজ আপ শট পর্দায় বড় করে দেখা যায়। চলচ্চিত্রে এ ধরনের শটের আবেগময়, নান্দনিক, আঙ্গিকগত গভীর অর্থও ব্যাঞ্জনা রয়েছে।

চিত্রে আমরা দৃশ্যবস্তু ‘মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিট’কে ধরে শট নেওয়া হয়েছে।

২. মিডশট, Mid Shot (MS)

 

ছবি: মিডশট, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি


কোন বস্তুর কাছ থেকে দৃশ্যগ্রহণকে মাঝামাঝি দূরত্ব থেকে গৃহীত দৃশ্যকে 'মিডশট' বলা হয়। মিডশট ক্লোজ শট এর তুলনাই ফ্রেমে কিছুটা বড় হয়। যদি দৃশ্যবস্তু মানুষকে দরা হয়।

যেমন, মাথা থেকে হাঁটু বা পা পর্যন্ত দেখা যায় এমন শটকে বলা হয় মিডশট। এ ধরনের শট চলচ্চিত্রে বহুলভাবে ব্যবহৃত হয়।

চিত্রে আমরা দৃশ্যবস্তু ‘মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিট’কে ধরে শট নেওয়া হয়েছে।

৩.লংশট, Long Shot (LS)

 

 ছবি: লংশট, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

দূর থেকে নেয়া কোন দৃশ্যকে লংশট বলা হয়। এই শটে ছোট আকারে দৃশ্যবস্তুর পূর্ণাঙ্গ ছবি এবং চারদিকের অবস্থান ও পরিবেশ দেখা যায়। লং শট আবার ক্লোজ লংশট, মিড লংশটের তুলনায় অনেকটা বড় ফ্রেমে হয়ে থাকে।

যেমন,পরিবেশের অবস্থান, ঘটনা, স্থান কাল, পাত্রের অবস্থান মানসিক দূরত্ব বা অবস্থা বোঝাতে এ ধরনের শট ব্যবহার করা হয়।

চিত্রে আমরা দৃশ্যবস্তু ‘মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিট’কে ধরে শট নেওয়া হয়েছে।

বৃহৎ পরিসরে শট’কে বিভিন্ন ভাগে ভাগ করা যায় ক্রমান্বয়ে শটগুলো সম্পর্কে পরিচিত হওয়া যাক..

১.লো এ্যাঙ্গেল শট

 

 ছবি: লো এ্যাঙ্গেল শট, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

দৃশ্যবস্তু উঁচুতে এবং ক্যামেরা নিচে রেখে দৃশ্যগ্রহণের পদ্ধতিতে লো এ্যাঙ্গেল শট বা ডাউনওয়ার্ড এ্যাঙ্গেল শট বলা হয়। এ ধরনের শটে গৃহীত দৃশ্যবস্তু আকারে আয়তনে ছোট দেখা যায়।

চিত্রে আমরা দৃশ্যবস্তু ‘মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিট’কে ধরে শট নেওয়া হয়েছে।

২.হাই এ্যাঙ্গল শট

 

 ছবি: হাই এ্যাঙ্গেল শট, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

দৃশ্যবস্তু নিচে আর ক্যামেরা উঁচুতে রেখে ছবি তোলার পদ্ধতি হাই এ্যাঙ্গেল শট বা ডাউনওয়ার্ড এ্যাঙ্গেল শট বলা হয়। এ ধরনের শটে গৃহীত দৃশ্যবস্তু আকারে আয়তনে চোট দেখা যায়।

ছবির পটভূমি বা ইধপশৎড়ঁহফ হলো সুন্দর একটি দৃশ্য। ধরা যেতে পারে একটি ছবিই ঝুলানো আছে সেখানে। বিভিন্ন ফ্রেমে তোলা শটের বিভিন্ন নাম রয়েছে।

চিত্রে আমরা দৃশ্যবস্তু ‘মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিট’কে ধরে শট নেওয়া হয়েছে।

৩.টপ শট

 ছবি: টপ শট, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

যখন কোন দৃশ্য একবোরে বস্তুর মাথার উপর ক্যামরো রখেে ধারণ করা হয় তখন তাকে টপ শট বল। টপশটে বস্তু বা চরত্রি ক্ষুদ্রাকার বা বামনাকৃতরি দখোয়।

এতে চারপাশরে পরবিশে ও বশিষেত্ব ধরা পড়।ে এ ধরনরে শটে অসহায়ত্ব, পরবিশেরে নষ্ক্রিযি়তা বা প্রতীক- ব্যাঞ্জনার ভাব প্রকাশ পায়।

দালান বা ছাদরে ওপর থকেে জন চলাচল, মছিলি, রাজপথরে সভা, ক্রীড়া প্রতযিোগতিা কংিবা উড়োজাহাজ থকেে জঙ্গল বা বন্যপ্রাণীর দৃশ্য তোলা হয়।

চিত্রে আমরা দৃশ্যবস্তু ‘মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিট’কে ধরে শট নেওয়া হয়েছে।

৪. প্যানিং শট

ছবি: প্যানিং শট, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি


ক্যামেরাকে একই স্থানে স্থির রেখে দৃষ্টিকে আশেপাশে ডানে বায়ে ঘুরিয়ে দৃশ্য ধারণকে প্যানিং শট বলে। মনোযোগ আকর্ষণ বা বিশেষ কোন ডিটেলের উপর জোর দিতে প্যানিং শট ব্যবহৃত হয়।

চিত্রে আমরা দৃশ্যবস্তু ‘মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিট’কে ধরে শট নেওয়া হয়েছে।

৫. টিষ্টিং শর্ট

 

ছবি: টিষ্টিং শর্ট, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
 ছবি: টিষ্টিং শর্ট, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি


ক্যামেরাকে একই অবস্থানে ঠিক রেখে দৃষ্টিকে উপর নিচ করে দৃশ্যগ্রহণের পদ্ধতিকে ‘টিন্টিং' শট বলা হয়। উপরের দিকে ক্যামেরার চোখ বা দৃষ্টি রেখে শট গ্রহণ 'টিল্টিং আপ' আর নিচের দিকে দৃষ্টি রেখে শট গ্রহণের পদ্ধতি হলো 'টিল্ট ডাউন'।

চিত্রে আমরা দৃশ্যবস্তু ‘মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিট’কে ধরে শট নেওয়া হয়েছে।

৬. ট্র্যাকিং বা ডলি শর্ট

 

ছবি: ট্র্যাকিং বা ডলি শর্ট, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ক্যামেরাকে চাকা লাগানো প্ল্যাটফরমের উপর বসিয়ে রেল লাইনের মতো ট্রাক বা ট্রালির উপর ফ্ল্যাটফরমকে ছুটিয়ে বা চালনা করে দৃশ্যগ্রহণের পদ্ধতিকে ট্রাকিং শট' বলা হয়।

আবার চাকা লাগানো প্ল্যাটফরমের উপর ক্যামেরা বসিয়ে ক্যামেরাম্যানকে রেখে চলন্ত সেই প্ল্যাটফরম থেকে শট গ্রহণের পদ্ধতিকে 'ডলি শট' বলে।

চিত্রে আমরা দৃশ্যবস্তু ‘মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিট’কে ধরে শট নেওয়া হয়েছে।

৭. ওভার দি সোলডার শর্ট

 

ছবি: ওভার দি সোলডার শর্ট, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ছবি: ওভার দি সোলডার শর্ট, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি


কোন চরিত্রের ঘাড়ের উপর দিকে ক্যামেরা বসিয়ে যে শট নেয়া হয় তাকে 'ওভার দি সোলডার শট' বলা হয়। এ ধরনের শটে একটি চরিত্র ক্যামেরার সামনে পেছনে ফিরে বসে এবং অন্য চরিত্রটি ক্যামেরার মুখোমুখি বসে।

দুটি চরিত্রের মধ্যে ভৌগলিক সম্বন্ধ স্থাপন এবং শারিরীক দূরত্ব সৃষ্টি বোঝাতে এ ধরনের শট নেয়া হয়ে থাকে।

চিত্রে আমরা দৃশ্যবস্তু ‘মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিট’কে ধরে শট নেওয়া হয়েছে।

৮. অড এ্যাঙ্গেল শর্ট

 

ছবি: অড এ্যাঙ্গেল শর্ট, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

 ছবি: অড এ্যাঙ্গেল শর্ট, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি



যখন কোন বস্তু বা দৃশ্য অস্বাভাবিক বা বিকৃত অবস্থায় দেখানোর প্রয়োজন হয় তখন ক্যামেরাকে একটু ডানে বা বাঁয়ে হেলিয়ে অথবা ক্যামেরার মুখ ঢেকে শাট নেওয়া হয়। তাকে অড এ্যাঙ্গেল শট বলে।

বিশেষ দৃষ্টিকোন থেকে নাটকীয়তা সৃষ্টি, চরিত্রের মানসিকাত,লোভ,উৎকন্ঠা,দ্বন্ধ, চিন্তার প্রকাশ ঘটাতে, অড এ্যাঙ্গেল শট এর ব্যবহার হয়ে থাকে।

চিত্রে আমরা দৃশ্যবস্তু ‘মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিট’র ছাত্র/ছাত্রী'কে মডেল হিসাবে ব্যাবহার করা হয়েছে।

৯. ক্রেন শর্ট

 

ছবি: ক্রেন শর্ট, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

 ছবি: ক্রেন শর্ট, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি


চক্রবাহীয়ান ক্রেনের সাহায্য গৃহীত শটকে 'ক্রেন শট' বলা হয়। সাধারণত বড় মাপের দৃশ্য তোলা জটিল বিধায় কম্পোজি ক্যামেরা মুভমেন্টের সুবিধার্থে 'ক্রেন শট' গ্রহণ করা হয়।

চিত্রে আমরা দৃশ্যবস্তু ‘মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিট’র ছাত্র/ছাত্রী'কে মডেল হিসাবে ব্যাবহার করা হয়েছে।

১০. জুম শর্ট

 

ছবি: জুম শর্ট, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

 ছবি: জুম শর্ট, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি



ক্যামেরায় সাধারণতঃ স্বাভাবিক দৈর্ঘ্যের ফোকসিং লেন্স থাকে। এ ধরনের লেন্স দিয়ে স্বাভাবিক দৈর্ঘ্যের শট গ্রহণ করা যায়।

কিন্তু আরেক ধরনের লেন্স যাতে ক্যামেরা ও দৃশ্যবস্তু বা পাত্র-পাত্রীর অবস্থানের কোন পরিবর্তন না করে বস্তুর ক্লোজ আপ থেকে শুরু করে লং শট পর্যন্ত নেয়া যায়।

অর্থাৎ এ ধরনের শটে ক্যামেরা নিজ অবস্থানের স্থির থাকে, শুধুমাত্র লেন্স ঘুরিয়েই কাছের বা দূরে শট গ্রহণ করা যায়। জুম লেন্স ব্যবহার করে যে শট নেয়া হয় তা-ই 'জুম শট' নামে পরিচিত।

১১. স্লো মোশন শট

 

ছবি: স্লো মোশন শট, সংগৃহীত

 ছবি: স্লো মোশন শট, সংগৃহীত


প্রতি সেকেন্ডে ২৪টি করে ফ্রেমের স্বাভাবিক গতির চেয়ে বেশি গতিতে তোলা দৃশ্যের গতি মন্থর হয়। এ ধরনের শটকে 'স্লো মোশন শট' বলা হয়। সাধারণতঃ স্বপ্ন ও কল্পনার পরিবেশ এ ধরনের দৃশ্য তোলা হয়। ট্র্যাজিক মুহূর্ত ও কাব্যিক মুড সৃষ্টিতে ও এর ব্যবহার হয়।

১২. কুইক মোশন শর্ট

 

ছবি: কুইক মোশন শর্ট, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি


প্রতি সেকেন্ডে স্বাভাবিক গতির চেয়ে (সেকেন্ড ২৪ ফ্রেম) কম গতিতে ফ্রেমে তোলা দৃশ্যকে ‘কুইক মোশন শট' বলা হয়। কমিক রস সৃষ্টিতে এ ধরনের শটের ব্যবহার হয়।

চিত্রে আমরা দৃশ্যবস্তু ‘মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিট’র ছাত্রদের’কে মডেল হিসাবে ব্যাবহার করা হয়েছে।

১৩. স্টপড মোশন শট

 

ছবি: স্টপড মোশন শট (ফ্রিজ শট), সংগৃহীত


দৃশ্যকে হঠাৎ থামিয়ে দিয়ে ফ্রিজ করে যে শট তোলা হয় তাকে বলা হয় 'স্টপড মোশন শট'। গতিশীল দৃশ্যে গতিকে কিছুক্ষণের জন্য হঠাৎ থামিয়ে দেয়াই স্টপড মোশন মটের উদ্দেশ্য। অপটিক্যাল পদ্ধতিতে চলমান দৃশ্যকে স্থিরদৃশ্যে পরিণত করা হয়।

ছবির পটভূমি বা Backround হলো সুন্দর একটি দৃশ্য। ধরা যেতে পারে একটি ছবিই ঝুলানো আছে সেখানে।
বিভিন্ন ফ্রেমে তোলা শটের বিভিন্ন নাম রয়েছে।

১৪. ওয়াইড শট

 

 ছবি: ওয়াইড শট, ছবির মডেল মাসুম, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি


ওয়াইড শট দর্শককে ঘটনাস্থলকে পরিচিত করে তোলে, তারা সেখানেই আছে এমন একটা অনুভূতি দেয়।

ওয়াইড শটে ঘটনাস্থল, জনতার ভীড় কিংবা ঘরের ভিতরে হলে।

একনজরে পুরো ঘর চোখে পড়ে। এ ধরনের শটে খালি ঘর অর্থহীন, কর্মব্যস্ত মানুষের চলাফেরা বা চলন্ত কিছু একটা শটকে অর্থপূর্ণ করে তোলে।

চিত্রে আমরা দৃশ্যবস্তু ‘মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিট’র ছাত্র’কে মডেল হিসাবে ব্যাবহার করা হয়েছে।

১৫. মিডিয়াম শট

 

 ছবি: মিডিয়াম শট, ছবির মডেল মাসুম, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি



মিডিয়াম শটে মানুষের আপাদমস্তক বা পা থেকে মাথা পর্যন্ত দেখা যায়। ব্যক্তিকে "পরিচিত করাতে এ ধরনের শটের জুড়ি নেই। তবে কাঙ্খিত ব্যক্তির পোজ দেওয়া ছবির চাইতে স্বাভাবিক কাজকর্মের ছবি আকর্ষনীয়।

চিত্রে আমরা দৃশ্যবস্তু ‘মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিট’র ছাত্র’কে মডেল হিসাবে ব্যাবহার করা হয়েছে।

১৬. ক্লোজ আপ শট

 ছবি: ক্লোজ আপ শট, ছবির মডেল মাসুম, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

 

টেলিভিশনের জন্য আদর্শ শট। ব্যক্তির কাঁধ থেকে মাথা পর্যন্ত দেখা যায় এ ধরনের শটে। টেলিভিশনে প্রচারিত ছবির বেশীর ভাগ শটই ক্লোজ আপ শট।

বলা হয়, Television is Close Up Media। সাক্ষাতকার, আলোচনা অনুষ্ঠান সবকিছুতেই এ শটের ছড়াছড়ি। খবরের ক্ষেত্রে সাক্ষাতকার অবশ্যই ক্লোজ আপ শটে নিতে হবে, এতে সাক্ষাতকারদাতার মুখের অভিব্যক্তিও স্পষ্ট দেখা যায়।

চিত্রে আমরা দৃশ্যবস্তু ‘মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিট’র ছাত্র’কে মডেল হিসাবে ব্যাবহার করা হয়েছে।

১৭. Big Close Up শট

 

 ছবি: Big Close Up শট, ছবির মডেল মাসুম


সাধারণত কোন স্পর্শকাতর বিষয়ে সাক্ষাতকার নেওয়ার সময়, সাক্ষাতকারদাতার আরো স্পষ্ট অভিব্যক্তির জন্য ক্যামেরার ফ্রেমে কেবল মুখমন্ডল রেখে এধরনের শট নেওয়া হয়।

কখনো অনেকের মধ্যে কাঙ্খিত ব্যক্তিকে ধরার জন্য, কোন বস্তুর বিস্তারিত দেখানোর জন্য Extreme Close Up ev Big Close Up ব্যবহার করা হয়।

চিত্রে আমরা দৃশ্যবস্তু ‘মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিট’র ছাত্র’কে মডেল হিসাবে ব্যাবহার করা হয়েছে।

১৮. Back to the Camera

 

 ছবি: Back to the Camera, সংগৃহীত


ছবি তুলতে তুলতে ক্যামেরাসহ বিপরীত দিকে ঘুরে যাওয়া। যেমন র‌্যালি, কিংবা মিছিল। সামনে দাঁড়িয়ে ছবি তুলতে তুলতে, মিছল চলে যাওয়ার সময় তার শেষাংশকে ক্যামেরায় অনুসরণ করলে এ ধরনের শট হবে। প্রথমে যা ক্যামেরার পিছন দিকে ছিলো তার দিকে ফেরাই Back to the Camera ।

১৯. Two শট

ছবি: Two শট, ছবির মডেল মাসুম হাসানুল বারী স্যার, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি


সাধারণত আলোচনার টেবিলে পাশাপাশি বসা দুজনকে যখন এক ফ্রেমে রাখা হয় তাকে Two Shot বলে। বসে থাকা অবস্থায় এ শট নেওয়া হয় বলে তা মিডিয়াম শট এবং ক্লোজ আপের মাঝামাঝি একটা ফ্রেম হয়। আলোচকের সংখ্যা বেশী হলে, তিনজনকে ফ্রেমে রাখলে তা Two Shot হতে পারে।

২০. Top Shot

ঘটনাস্থলের আশপাশের কোন উঁচু যায়গা থেকে তোলা ছবি যা পুরো ঘটনাস্থলটিকে মোটামুটি তুলে ধরে। উঁচু কোন যায়গা থেকে তোলা ছবি।

টলিভিশন সংবাদের জন্য দরকারী কিছু শট

Cutaway / Incert: সাক্ষাতকার নেওয়ার সময় তার কোন অংশগুলো ব্যবহার করা হবে তা বলা যায় না। পুরো সাক্ষাতকার থেকে হয়তো তিনটি বাক্য ব্যবহার করা হলো, যার একটি বাক্য বাকি দুটোর অনেক পরে বলা হয়েছে।

বাক্যটি জোড়া দেওয়ার সময় দেখা যাবে সাক্ষাতকার দাতার মাথা হঠাৎ করে দৃষ্টিকটুভাবে স্থান বদল করেছে। একে বলা হয় Jump Cut। এটা এড়াতে একটি Cutaway বা Insert শট ব্যবহার করা হয়।

সাক্ষাতকারের শটে ফ্রেমে নেই এমন অন্য কোন বস্তু বা ব্যক্তির শটকে Cutaway শট বলে, ফ্রেমে রয়েছে বা একটু খানি দেখা যায় এমন বস্তু বা ব্যক্তির ক্লোজ শটকে বলা হয় Insert শট।

সাক্ষাতকার দাতার পাশে রাখা কোন শো পিস বা ছবি হতে পারে আদর্শ Ineert। হাতের Close Up অনেকসময় Cutaway হিসেবে ব্যবহার করা হয়, সেটা অগতির গতি। সংবাদ সম্মেলনের ক্ষেত্রে উপস্থিত সাংবাদিকদের ছবি, অন্যান্য ক্যামেরাম্যানদের ছবি ভালো Cutaway ।

Genarel Views (GV): প্রায়ই খবর জন্ম দেয় এমন জায়গা, যেমন সংসদ ভবন, সচিবালয়, হাইকোর্টভবন ইত্যাদির সাধারণ দৃশ্যকে Genarel Views সংক্ষেপে GV এঠ বলা হয়।

এসব জায়গার ভিতরে ঘটে যাওয়া ঘটনার ছবি কম থাকলে বা জায়গাটি পরিচয় করিয়ে দেওয়ার জন্য রিপোর্টের শুরুতে এই ব্যবহার করা হয়ে থাকে।

ওয়ালপেপার/ Wallpaper: অনেক সময় ঘটনার ছবি পাওয়া যায়না, অনেক জায়গায় ছবি তুলতে দেওয়া হয়না। যেমন সংসদ অধিবেশন, হাইকোর্টের কোন আদালত। এসব ক্ষেত্রে দেয়ালে টানানো ছবির মতো ওই জায়গার বিভিন্ন Angle এর GV শট ব্যবহার করে খবরটি পরিবেশন করা হয়। তখন এগুলোকে Wallpaper শট বলা হয়।

ক্যামেরার কিছু কাজ

জুম/Zoom : একই শটে ওয়াইড ফ্রেম থেকে ক্লোজ আপে যাওয়া হলো Zoom in এর উল্টোটাই Zoom out। যেকোন ধরনের জুম করার ক্ষেত্রে ফোকাস ড সমস্যা। মোটামটি কয়েকবার অনুশীলন করে দেখে নিয়ে তা করলে ভালো ফলাফল পাওয়া যেতে পারে।

Paus : একই শটে ক্যামেরা বাম থেকে ডানে কিংবা ডান থেকে বামে নিয়ে আসাই Paus। কোন জায়গা বা জমায়েতকে একটি ওয়াইড শটে না পাওয়া গেলে প্যান/শট একটি ভালো সমাধান।

সাধারণত বাম থেকে ডান দিকে প্যান করাকেই অগ্রাধিকার দেওয়া হয়। ভালো প্যান শটের জন্য ট্রাইপড ব্যবহার এবং অনুশীলন করে নেওয়ার কোন বিকল্প নেই।

Tilt Up and Down: বহুতল ভবনের ছবির জন্য ভালো উপায় হলো ক্যামেরা সমতল থেকে উপরের দিকে নিয়ে যাওয়া বা Tilt Up করা। উল্টোটাই Till Down। আমরা খুব কমই উপর নিচ তাকাই, তাই এধরনের শটের ব্যবহার খুব কম।

Trucking: জুম ইনের বদলে ক্যামেরা নিয়ে সামনে এগিয়ে যাওয়া, কিংবা পিছনে সরে আসার নামই Trucking । স্টুডিওতে ব্যবহৃত হাইড্রোলিক ট্রাইপডে চাকা থাকে যা মসৃণ Trucking করতে সহায়ক।

Dollying : ডান থেকে বায়ে প্যান করার বদলে ক্যামেরা নিয়ে ডানে কিংবা বায়ে সরে আসাই Dollying। এ ক্ষেত্রেও স্টুডিওর হাইড্রোলিক ট্রাইপডই ব্যবহার করা উচিত।

আরও পড়ুন: সহপাঠীর সাথে প্রেম

ইচ্ছাব্লগ এটি একটি প্রযুক্তি সম্পর্কিত টিউটরিয়াল এবং গাইড প্রদান করি থাকি। এই খানে যে কেও পড়তে ও লিখতে পাড়ে। এইখানে ফিচার,ছোটগল্প,কবিতা, আপনার জীবনের গল্প ইত্যাদি আপনার পছন্দের লেখা পাঠাতে সরাসরি যোগাযোগ এবং পাঠাতে পারেন আমাদের প্রতিনিধি যাচাই করে আপনার সাথে যোগা করবে।

লেখা জমা নিচ্ছে 👉 : জমা দিন

অথবা ,আপনি সরাসরি ইমেইল করতে পারেন 👉 ‘ icchablog@gmail.com’

জানুন  👉 : আমাদের সম্পর্কে

লেখা টি ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং আপনার ফেসবুক ওয়ালে শেয়ার দিয়ে পাশে থাকবেন।

ইচ্ছাব্লগ ডট কম/এম.এম


COMMENTS

Name

Airtel Offer,4,App Review,1,Bangla Story,8,Banglalink Offer,2,Blogger,7,Computer,17,Earning Tips,2,Education,31,Entertainment,4,Entire Bangladesh,3,Feature,14,Freelancing,4,Grameenphone Offer,7,Health Tips,11,Internet Tips,8,Islamic,30,Job Circular,2,Journalism,38,Land Infarmation,4,LifeStyle,22,Love Story,4,Mobile Phone,13,Mobile phone Price,7,Movie Review,2,Pc Motherboard Price,3,Pc Tips and trick,5,Pictures,5,Poems,13,Price,6,Robi Offer,3,Science & Technology,11,Sim Offer,10,Softwer Downlode,4,Teletalk Offer,1,Tips and trick,6,Traveling,1,Videos,1,Web Design and Development,18,Wordpress,8,Wordpress Theme,2,
ltr
item
ইচ্ছাব্লগ.কম: ক্যামেরার বিভিন্ন শট (Shot ) দেওয়ার নিয়ম
ক্যামেরার বিভিন্ন শট (Shot ) দেওয়ার নিয়ম
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJKaRaeTOHjkNP_fSOgTv-qvRKI0t2yg0L7meb8MGc1W6YBtSTJEFpNVfpTZBuPwU3owcWw8xwxiheNk2uJ-wuDqfEOXGZnq1vkyZuoxlg9xdWWlgmno-IfVD_47VVusGv8ZjK8MeJGkIoP_hnjwupdEUfVspL8iQF_aaM8hrD3CZ_PV-5MVjMyUujYtqA/s320/%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8-%E0%A6%B6%E0%A6%9F.jpg.webp
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgJKaRaeTOHjkNP_fSOgTv-qvRKI0t2yg0L7meb8MGc1W6YBtSTJEFpNVfpTZBuPwU3owcWw8xwxiheNk2uJ-wuDqfEOXGZnq1vkyZuoxlg9xdWWlgmno-IfVD_47VVusGv8ZjK8MeJGkIoP_hnjwupdEUfVspL8iQF_aaM8hrD3CZ_PV-5MVjMyUujYtqA/s72-c/%E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8-%E0%A6%B6%E0%A6%9F.jpg.webp
ইচ্ছাব্লগ.কম
https://www.icchablog.com/2022/12/shot_29.html
https://www.icchablog.com/
https://www.icchablog.com/
https://www.icchablog.com/2022/12/shot_29.html
true
7858640433134637496
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content