সন্তোষপুর রাবার বাগানটি ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলায় নাওগাঁও ইউনিয়নের সন্তোষপুরে অবস্থিত।
সসসন্তোষপুরে রাবার বাগানটি ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলায় নাওগাঁও ইউনিয়নের সন্তোষপুরে অবস্থিত। সন্তোষপুর রাবার বাগান ময়মনসিংহ জেলার একটি ঐতিহ্যবাহী স্থান। যা ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাঙ্গামাটিয়া ও নাওগাওন ইউনিয়নের প্রায় ৮০০. ৬৩ দশমিক ১৪ একর জায়গা জুড়ে অবস্থান এই প্রাকৃতিক বন যা মধুপুর বনাঞ্চল বা সন্তোষপুর নামে প্ররিচিত লাভ করে।
রসুলপুর বনবিভাগ টি তিনটি ফরেস্ট ক্যম দ্বারা নিয়ন্ত্রিত হয়। ক্যম সম্পর্কে যেনে নেওয়া যাক, i. খালিদা,ii.কমলাপুর,iii.রাঙ্গামাটিয়া। জামালপুরে বাঁশচড়া, ময়মনসিংহের ফুলবাড়িয়া, সন্তোষপুর, এনায়েতপুর, মুক্তাগাছা,রসূলপুর সদর নিয়ে রসুলপুর বন। এক সময় এই বনে বিভিন্ন হিংস্র প্রাণী ভাগ সিংহ হরিণ ইত্যাদি বসবাস করত কিন্তু এখন এগুলো বিলুপ্ত হওয়ার পথে নাই বল্লেই চলে। এগুলো এখন দেখা যায় না বর্তমানে টিকে আছে পাঁচশত এর অধিক বানর। সেখানে গড়ে উঠেছে পর্যটনকেন্দ্র যা সন্তোষপুর নামে পরিচিতি লাভ করে। সন্তোষপুর এর পর্যটক কেন্দ্র প্রতিনিয়ত বিভিন্ন পর্যটকরা এসে থাকে। বিশেষ করে ঈদের সময়,দুর্গাপূজার, বড়দিনে, পহেলা বৈশাখ হাজারো মানুষের জমায়েত হয়ে থাকে।
![]() |
| চিত্র: টং দোকান। |
এতে হতাস হওয়ার কিছু নাই বন থেকে ৪ কিলোমিটার দূরের রয়েছে গারোবাজার সেখানে সব ধরনের খাবার আছে।
![]() |
| সামাজিক বানরের চিত্র |
![]() |
| বানরের ভঙ্গি প্রদর্শনের এর চিত্র |
মৎস্য খামার এগ্রো ফার্ম। বন থেকে ৩ -৪ কিলোমিটার দূরেই বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন
![]() |
| চিত্র: দর্শনার্থীদের চিল |







Good
ReplyDeleteআপনার জন্য অনেক অনেক শুভ কামনা, আরো ভালো কিছু তুলে ধরেন, সাফল্য অৰ্জন করেন
ReplyDeleteইনশাল্লাহ এবং সেই সাথে আপনাকেও ধন্যবাদ
ReplyDeleteঅনেক ভালো লিখেছেন।
Delete