মাসুম মিয়া: পেশায় একজন ছাত্র। বর্তমানে ঢাকা একটি পাইভেট বিশ্ব বিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ে অধ্যায়ন করছে। ব্লগ পড়তে ও আর্টিকেল লিখতে পছন্দ করে। তার অবসর সময়ে ব্লগে বিভিন্ন টপিক লিখে অনলাইনে শেয়ার করে থাকে।
ময়মনসিংহের ফুলবাড়িয়া থানা ২০০১ সালের ১৯ সেপ্টেম্বর মধ্যবিত্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে। ছোট বেলা থেকে গ্রামেই, গ্রামের একটি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করে ২০১৭ সালে। কলেজ জীবন গ্রামেই ২০১৯ সালে
বাবাঃ মোঃআব্বাস আলী, (প্রবাসী) মাতাঃ নাছিমা আক্তার।
আমি সব সময় নতুন কিছু শিখতে এবং অন্যকে শিখাতে পছন্দ করি। অবসর সময়ে ইন্টারনেট ঘাটাঘাটি করে কম্পিউটার, ইন্টারনেট ও ব্লগিং অথাৎ প্রযুক্তি সম্পর্কে একটা ভাল অভিজ্ঞতা হয়েছে। এগুলি দিয়ে আমি সব সময় আমার ব্লগটিকে ভাল অবস্থানে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করি। এবং সেই সাথে আমার সম্পর্কে যাদের একান্তই জানার আগ্রহ যোগাযোক করতে পারেন। fb. Masummia32



COMMENTS