করােনার খেল দেখতে লাগে আজব মানুষ বড় অসহায় নয়তাে এটা গুজব। বল আছে বুদ্ধি আছে। তবু হচ্ছে সবই...
করােনার খেল
দেখতে লাগে আজব
মানুষ বড় অসহায়
নয়তাে এটা গুজব।
বল আছে বুদ্ধি আছে।
তবু হচ্ছে সবই মিছে
কিচছু করার নাই
সবই হলাে ছাই।
এই করােনা
ধার ধারে না
হার মানে না কভু
হােকনা রাজা
কিংবা প্রজা
ভয়ে জবু থবু।
নয়তাে এটা আজব
সত্যি এসব গজব।
কে ঠেকাবে লাশের মিছিল
কার আছে সেই শক্তি
এক আল্লাহ পারেন দিতে
এই মানবের মুক্তি।
লেখক: হেলাল আনওয়ার


COMMENTS